আদিবাসী স্কুল ছাত্র
নাটোরে আদিবাসী স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
নাটোর সদর উপজেলা থেকে জয় পাহান (২০) নামে এক আদিবাসী স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সদর উপজেলার শেখেরহাট গ্রামের একটি গাব গাছ থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত জয় সদর উপজেলার দরাপপুর এলাকার বাসিন্দা। তিনি দরাপপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন জয়। শনিবার সকালে পাশের শেখেরহাট গ্রামের একটি গাব গাছে তার লাশ ঝুলতে দেখে স্থানীয় কৃষকরা পরিবারসহ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জেলা আদিবাসী ছাত্র পরিষদ নেতা কালীদাস মুন্ডা জানান, আগামী ২০ মে জয়ের বিয়ের প্রাথমিক রীতি পালনের কথা ছিল।
নাটোর সদর উপজেলার থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
৭ মাস আগে