আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য
আমরা সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী
যেকোনো মূল্যে আমরা সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, এজন্য পাটবীজের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে হবে। দেশে ছয় হাজার মেট্রিক টন পাটবীজ প্রয়োজন। দেশে ১ হাজার ৫০০ মেট্রিক টন উৎপাদন হয়, বাকি সাড়ে ৪ হাজার টন বীজ ভারত থেকে আমদানি করতে হবে। ব্যাপকভাবে পাটবীজ উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে হবে।
আরও পড়ুন: পাট উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: পাটমন্ত্রী
শনিবার দুপুরে খুলনায় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) সঙ্গে কাঁচা পাট রপ্তানি সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী ফ্রাংকফুর্টে পাঠালেন। আমাদের দেশের পাটপণ্যের ৫০টি স্টল ছিল। বিদেশে পাটপণ্যের বিপুল চাহিদা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী চান সোনালি আঁশের আভিজাত্য ফিরিয়ে আনতে।
কাঁচাপাট রপ্তানি যেন বাধাগ্রস্ত করা না হয় ব্যবসায়ীদের এরকম আবেদনের পরিপ্রেক্ষিতে পাটমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনের কথা বিবেচনায় কাঁচাপাট রপ্তানি অব্যাহত রাখা হবে।
আরও পড়ুন: বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী
৭ মাস আগে