শ্রমিককল্যাণ ফাউন্ডেশন
বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের সহায়তার চেক বিতরণ
বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন থেকে শ্রমিকদের চিকিৎসা ও শিক্ষা সহায়তার চেক বিতরণ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
রবিবার (১৯ মে) রাজধানীর শ্রম ভবনের সম্মেলনকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম চৌধুরী ৩০ জন শ্রমিক ও শ্রমিকের মেধাবী সন্তানদের মাঝে চেক হস্তান্তর করেন।
আরও পড়ুন: চাঁদপুরে চাল বিতরণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের ৩০তম পরিচালনা বোর্ড সভায় মোট ৪ কোটি ৩ লাখ ৮৫ হাজার টাকার আর্থিক অনুদান অনুমোদন করা হয়।
এর মধ্যে আজ ১৭ লাখ ৫৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। সারাদেশে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়সমূহের মাধ্যমে শ্রমিকদের কাছে অর্থ সহায়তার চেক পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থবছরে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকদের ৩১ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা করা হয়েছে।
এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে সর্বমোট ৩০ হাজার ২৮৫ জন শ্রমিককে ১৪১ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ৩৫৫ টাকার আর্থিক সহায়তা করা হয়েছে।
অনুষ্ঠানে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. আবদুর রহিম খান, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. তরিকুল আলম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. নূর কুতুব আলম মান্নান প্রমুখ।
আরও পড়ুন: সিইউসিএজেএএর উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ
ভোটকেন্দ্রে প্রকাশ্যে টাকা বিতরণ, ভিডিও ভাইরাল
৭ মাস আগে