মাহাদী হাসান ও শাহীন মাহমুদ অভি
ফেনীতে বজ্রপাতে ২ শিক্ষার্থীর মৃত্যু
ফেনীতে বজ্রপাতে মাহাদী হাসান ও শাহীন মাহমুদ অভি নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ মে) ছাগলনাইয়ার উত্তর কুহুমা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
নিহত মাহাদী হাসান ছাগলনাইয়ার উত্তর কুহুমা গ্রামের প্রবাসী আতিকুর রহমান মজুমদারের ছেলে। মাহাদী এবার এসএসসি পাস করে প্রথম বর্ষে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।
নিহত শাহীন মাহমুদ অভি নিজকুঞ্জরা ফাজিল ডিগ্রি মাদরাসার দশম শ্রেণির ছাত্র এবং একই উপজেলার দক্ষিণ লাঙ্গল মোড়ার ফজলুল করিমের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মাহতাব উদ্দিন মজুমদার বলেন, মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন মাহাদী। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া এবং পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, বজ্রপাতে দুই তরুনের মৃত্যুর খবর শুনেছি। মাঠে গরু আনার জন্য গেলে বজ্রপাতে তারা মৃত্যুবরণ করেন। লাশ দাফনে প্রস্তুতি নিচ্ছে পরিবার।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটা শ্রমিক নিহত
সিলেটে বজ্রপাতে যুবকের মৃত্যু
৬ মাস আগে