১৬ ভরি স্বর্ণালঙ্কার
প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই, এসআইসহ আটক ২
চট্টগ্রাম মহানগরীতে এক প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাইকালে পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
রবিবার (১৯ মে) বিকালে খুলশী থানা আখতারুজ্জামান ফ্লাইওভার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করার পর পুলিশে দেওয়া হয়।
আটক আমিনুল ইসলাম পুলিশের উপপরিদর্শক (এসআই) এবং অপরজন হলেন পুলিশের সোর্স। তার নাম জাহেদ।
আরও পড়ুন: দিনাজপুরে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ১
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান বলেন, পাঁচলাইশ থানা এলাকা থেকে খুলশী থানার উপপরিদর্শক আমিনুল ইসলামকে ১৬ ভরি স্বর্ণসহ আটক করা হয়।
তিনি আরও বলেন, এক ব্যক্তির কাছ থেকে তিনি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে।
এ বিষয়ে বিস্তারিত খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলতে পারবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহকে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
আরও পড়ুন: অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
পলাশবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আটক ১
৬ মাস আগে