বজ্রপাতে দর্জির মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে দর্জির মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে মেহের জামাল (৫০) নামের এক দর্জির মৃত্যু হয়েছে। রবিবার (১৯ মে) রাত ১০টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী বাজারে এই ঘটনা ঘটে।
নিহত মেহের জামাল কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড়ের নয়ার হাট এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রবিবার রাত ৮টার দিকে বজ্রবৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টি থামার পর মেহের জামাল বাজারের নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাত ১০টার দিকে বাড়ি যাওয়ার পথে ওয়াপদা সড়কে পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, বজ্রপাতে একজন মারা গেছেন বলে শুনেছি। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।
৭ মাস আগে