মিস্ত্রির মৃত্যু
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজু মিয়া (২৪) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরের দিকে উপজেলার দাশিয়ার ছড়া ছিটমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু উপজেলার চন্দ্রখানা এলাকার হযরত আলীর ছেলে।
আরও পড়ুন: দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
স্থানীয়রা জানান, রাজু দাশিয়ার ছড়া ছিটমহলে ইন্টারনেটের ওয়াইফাই লাইনের কাজ করতে যায়। লাইনের সংযোগ দিয়ে নামার সময় ভুলবশত বিদ্যুতের তারে ডান হাতে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী সদর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. হারুন রশীদ জানান, বিষয়টি খুবই দুঃখজনক।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে গেছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
৬ মাস আগে