আশিক
সিলেটে সাবেক কাউন্সিলর আশিক গ্রেপ্তার
সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ মে) বিকাল ৫টার দিকে এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আশিক আহমদ (৪৫) সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং তিনি দক্ষিণ সুরমা থানার মোমিনখলাস্থ আলী ভবনের তমজিদ আলীর ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’ আশিক সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।
১ দিন আগে
বাংলাদেশের পতাকা হাতে ৪১ হাজার ফুট উঁচু থেকে লাফ দেবেন আশিক
এবার নতুন মিশন নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে বাংলাদেশের পতাকা হাতে ৪১ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দেবেন পেশাদার স্কাইডাইভার আশিক চৌধুরী। আশিকের এই প্রচেষ্টায় স্পন্সর হিসেবে থাকছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
আরও পড়ুন: এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে নিজেই তার পরিকল্পনার কথা সবাইকে জানান।
সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী তার বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, এই মিশনের নাম দেওয়া হয়েছে ‘দ্য হাইয়েস্ট এভার স্কাইডাইভ উইথ অ্যা ফ্ল্যাগ।’ আগামী ২৫ মে যুক্তরাষ্ট্রের একটি এয়ারফিল্ডে এই স্কাইডাইভ ইভেন্টটি অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রে কেন? এ প্রশ্নের জবাবে আশিক বলেন, সাধারণত বাণিজ্যিক উড়োজাহাজ ৩৫ হাজার ফুটের নিচ দিয়ে চলাচল করে। এর ওপরে উঠতে বিশেষায়িত বিমান দরকার হয়। সঙ্গে লাগে অনুকূল আবহাওয়া, যা যুক্তরাষ্ট্রের এয়ারফিল্ডের আকাশে পাওয়া যায়।
এ সময় তিনি আরও বলেন, এর আগে বাংলাদেশের কেউ কখনো এই উচ্চতা থেকে লাফ দেওয়ার চেষ্টা করেনি। দেশের পতাকা হাতে রেকর্ড গড়ার এই প্রচেষ্টায় সহযোগী হিসেবে রয়েছে বাণিজ্যিক ব্যাংক ইউসিবি।
আরও পড়ুন: আদালত ভবন থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা আসামির
৩৪৭ দিন আগে