আনার
ডিএনএ নমুনা দিতে শিগগিরই ভারতে যেতে পারে আনার পরিবার: ডিবিপ্রধান
ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় তার পরিবারের সদস্যরা শিগগিরই ডিএনএ নমুনা দিতে ভারতে যাবেন।
ভারতীয় সিআইডি যদি তাদের ভারতে যাওয়ার আহ্বান জানায়, তাহলে ধরে নেওয়া হবে তারা (সিআইডি) তাদের ডিএনএ পরীক্ষার জন্য ডাকবে।
শনিবার(৮ জুন) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
আরও পড়ুন: এমপি আনার হত্যা মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে: ডিবিপ্রধান
তিনি বলেন, এমপির পরিবারের সদস্যরা ডিএনএ পরীক্ষার জন্য খুব শিগগিরই ভারতে যাবেন।
ডিবিপ্রধান বলেন, ‘ইতোমধ্যেই কলকাতা সিআইডি-র সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া পরিবারের সদস্যদের নাম ও মোবাইল নম্বরও নিয়েছেন ভারতীয় তদন্তকারী কর্মকর্তারা। শিগগিরই ডাক পড়বে। যদি তারা ফোন করে, ধরে নিন তারা ডিএনএ পরীক্ষার জন্য তাদের ডাকবেন," বলেন ।
অপর এক প্রশ্নের জবাবে হারুন বলেন, এমপি আনার হত্যার ঘটনায় ঝিনাইদহের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
হারুন বলেন,‘তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। তবে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার হিসেবে দেখানো হয়নি। জিজ্ঞাসাবাদে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।’
আরও পড়ুন: আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন সিয়াম-জিহাদকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ: ডিবিপ্রধান
২৮১ দিন আগে
এমপি আনার হত্যা: গ্রেপ্তার ৩ আসামি ৮ দিনের রিমান্ডে
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ডিবির সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান জানান, আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি।
আরও পড়ুন: মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজি, ২ দিনের রিমান্ডে পুলিশ সদস্য
গ্রেপ্তারদের মধ্যে আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তী রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি।
এমপি আনার চিকিৎসার জন্য গত ১১ মে কলকাতা যান এবং ১৪ মে থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কলকাতার অদূরে নিউ টাউনের একটি ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে।
এমপি আনারের মৃত্যুর ঘটনায় বুধবার বিকেলে একটি মামলা দায়ের করা হয়।
এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশের খণ্ড খণ্ডগুলো খুঁজে বের করতে কাজ করছে পশ্চিমবঙ্গের পুলিশ।
এছাড়া ভারতীয় গোয়েন্দা দলের তিন সদস্যের একটি দল হত্যাকাণ্ডের তদন্তে বৃহস্পতিবার ঢাকায় এসেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ডিবি প্রধানের কার্যালয়ে গিয়ে তদন্ত-সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন তারা।
আরও পড়ুন: মানবপাচার মামলায় মিল্টন ৪ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
২৯৬ দিন আগে