৫১০ বোতল ফেনসিডিল
জৈন্তাপুরে ৫১০ বোতল ফেনসিডিল জব্দ, নারী গ্রেপ্তার
সিলেটের জৈন্তাপুর থেকে ৫১০ বোতল ফেনসিডিল জব্দসহ শাহানা বেগম ওরফে কাঞ্চন বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মে) রাত ১১টার দিকে ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল বিরাইমারা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় ১১৮ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২
গ্রেপ্তার শাহানা বেগম ওরফে কাঞ্চন বেগম কেন্দ্রী হাওড় গ্রামের সুলেমান মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বস্তা ফেনসিডিল জব্দসহ শাহানা বেগমকে আটক করে। জব্দ করা ফেন্সিডিলগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মোহাম্মদ আল আমিন বলেন, পুলিশ বাদী হয়ে শাহানাসহ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। শাহানাকে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল জব্দ, যুবক গ্রেপ্তার
৬ মাস আগে