জুডিশিয়ালি স্মা
স্মার্ট বাংলাদেশ গড়তে জুডিশিয়ালি স্মার্ট হওয়ার আহ্বান প্রধান বিচারপতির
স্মার্ট বাংলাদেশ গড়তে জুডিশিয়ালি স্মার্ট হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুন হাসান।
স্মার্ট জুডিশিয়ালি করার ক্ষেত্রে দেশের ৬৪ জেলার আদালত চত্তরে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা সাধারণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন: শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
শুক্রবার বিকালে দিনাজপুরের আদালত চত্বরে নব নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ (বিশ্রামাগার) উদ্বোধন করেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচারকরা নিবেদিত।
বেলুন ও পায়রা উড়িয়ে এবং নব নির্মিত ন্যায়কুঞ্জের ফলক উম্মোচন করেন প্রধান অতিথি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
প্রায় পৌনে ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ বিশ্রামাগারে প্রায় ৭০ জনের স্থান সংকুলান সম্ভব। ন্যায়কুঞ্জের মধ্যে নারী ও পুরুষদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্হা রয়েছে। পাশাপাশি কোলের শিশুদের জন্য মাতৃদুগ্ধ পানের কর্নার ছাড়াও হালকা নাস্তা পানির জন্য স্টল রাখা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, জেলা ও দায়রা জজ যাবিদ হোসেন, স্পেশাল জজ রেজাউল করিম সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমানসহ আরও অনেকে।
আরও পড়ুন: ন্যায় বিচার প্রতিষ্ঠায় সৎ হতে হবে: প্রধান বিচারপতি
ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি
৬ মাস আগে