স্বামীসহ আটক ২
সোনারগাঁওয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামীসহ আটক ২
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ভট্টপুর এলাকায় সালমা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শুক্রবার (২৪ মে) সকালে এলাকার পার্শবর্তী পুকুরে ভাসমান অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই রিপন খান বাদী হয়ে শুক্রবার দুপুরে সোনারগাঁও থানায় মামলা দায়ের করলে পুলিশ নিহতের স্বামী রূপচান ও তার ভাই সুলতানকে আটক করে।
আরও পড়ুন: প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই, এসআইসহ আটক ২
নিহতের বড় ভাই রিপন খান বলেন, তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করেছে রূপচান। হত্যার পর লাশ পুকুরে ফেলে দিয়ে পানিতে ডুবে মারা গেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।
তিনি আরও বলেন, ‘আমার বোন সাঁতার জানত। কীভাবে পানিতে ডুবে মারা যাবে?’
পুলিশ ও এলাকাবাসী জানায়, ২০২২ সালে মেঘনা গ্রুপে চাকরির সুবাদে অন্য এক মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন রূপচান। ওই মেয়েকে বিয়ে করার জন্য তিনি বহুবার চেষ্টা করে। কিন্তু বিষয়টি তার স্ত্রী সালমা জানার পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়।
বৃহস্পতিবার রাতে কোনো এক সময় সালমা বেগমকে তার স্বামী রূপচান শ্বাসরোধ করে হত্যার পর পুকুরে তার লাশ ফেলে দেন বলে ধারণা করা হচ্ছে। পরে তিনি পানিতে ডুবে মারা গেছেন বলে এলাকায় প্রচার করার চেষ্টা করেন অভিযুক্তরা। শুক্রবার সকালে পুলিশ নিহত ওই গৃহবধূর লাশ পুকুর থেকে উদ্ধার করে।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহসিন বলেন, ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী রূপচান ও তার ভাই সুলতানকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে র্যাবের অভিযানে ‘এ্যাম্পল’ জব্দ, আটক ২
সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ২০ বাড়ি ভাঙচুর, আটক ১৩
৬ মাস আগে