উড়ে গেছে যুবকের ২ আঙুল
ফরিদপুরে রিকশা গ্যারেজে বিস্ফোরণ, উড়ে গেছে যুবকের ২ আঙুল
ফরিদপুরের চরকমলাপুরে একটি রিকশার গ্যারেজে বারুদের বিস্ফোরণে শামীম হোসেন নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে শামীমের ডান চোখ, ডান হাতের দুইটি আঙুল ও কনুইয়ের মাংস বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে ফরিদপুরের বিএসএমএমসি কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৩
আহত শামীম হোসেন সালথা উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের মঙ্গল মোল্যার ছেলে। তিনি শহরের চরকমলাপুর জোড়া ব্রিজ সংলগ্ন জনৈক মনির হোসেনের গ্যারেজের কর্মচারী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে ওই গ্যারেজের বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে যায়। তারা শামীমকে আহত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, বিষয়টি আসলেই কী ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির কোনো সরঞ্জাম পাওয়া যায়নি। তাই বোমা তৈরি করা হচ্ছিল কি না সেটি নিশ্চিত না।
তিনি আরও বলেন, তবে ওই যুবক সম্ভবত পাইপের মধ্যে বিস্ফোরকজাতীয় কিছু ঢুকাচ্ছিল। আমরা তেমন কিছু আলামত পেয়েছি। আহত শামীমকে জিজ্ঞাসাবাদের পরেই বিষয়টি সঠিকভাবে জানা যাবে।
আরও পড়ুন: ভোলায় সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ, আহত ৪
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত
৫ মাস আগে