উন্নত ঢাকা
'সুন্দর জীবনের' জন্য উন্নত ঢাকা গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ঢাকাকে এমন একটি শহরে রূপান্তর করতে কাজ করছে যেখানে নাগরিকদের উন্নত জীবনমান নিশ্চিত হবে।
তিনি বলেন, 'এই এলাকার (পুরান ঢাকা) মানুষ উপকৃত হবে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’
শনিবার পুরান ঢাকায় নতুন ১০ তলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বাজার নির্মাণসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
গত বছরের ৪ এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে বঙ্গবাজার মার্কেটটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
আরও পড়ুন: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শান্তি প্রতিষ্ঠায় অস্ত্র চোরাচালান বন্ধে প্রচেষ্টা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি (৮ লেনের সড়ক), হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান ও নজরুল সরোবর।
ঢাকার সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগ উন্নয়নে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ঢাকার পূর্ব ও পশ্চিমাঞ্চলে উল্লেখযোগ্য সড়ক অবকাঠামোর অভাবের কথা স্বীকার করে তিনি বলেন, 'আমরা সহজ আন্তঃজেলা যোগাযোগ সহজতর করতে ঢাকায় একটি রিং রোড নির্মাণ করতে চাই।’
শেখ হাসিনা বলেন, 'সড়ক যোগাযোগ সহজ করার জন্য সরকার ইতোমধ্যে একটি মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে এবং অন্যান্য অনেক সড়ক নির্মাণ করেছে, আরও কয়েকটি মেট্রোরেল প্রকল্প নির্মাণাধীন রয়েছে।’
জনগণকে উন্নত সেবা প্রদান করার লক্ষ্যে ঢাকাকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার নগরবাসীর কল্যাণে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করেছে। এর জায়গায় একটি জাদুঘর, একটি স্কুল ও একটি শিশু পার্ক নির্মিত হয়েছে। সেখানে একটি বিনোদন পার্ক নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।’
এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ক্যাম্পাস নির্মাণে সরকারের জমি বরাদ্দের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি আশ্বাস দিয়ে বলেন, 'আমরা ইতোমধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য নকশা প্রস্তুত করেছি এবং এ সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন হবে।’
সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে ঢাকার বাসিন্দাদের ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা। জলাবদ্ধতা ও মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন উন্নয়ন প্রকল্পগুলোর তথ্যচিত্র দেখানো হয়।
অনুষ্ঠানে আরও ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, ডিএসসিসি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।
আরও পড়ুন: ১০ তলা বঙ্গবাজার পাইকারি বিপণিবিতানের নির্মাণকাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
৫ মাস আগে