সিএনজিতে বাসের ধাক্কা
চট্টগ্রামে সিএনজিতে বাসের ধাক্কায় নিহত ২
চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিতে বাসের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব টুকু (৭০) ও ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকার বাসিন্দা মো. আবছার (৫৫)। তারা দুজনই অটোরিকশার যাত্রী।
এঘটনায় আহত দুজনের নাম জানা যায়নি তবে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আনিসুল ইসলাম জানান, আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত গাড়ি উদ্ধার কাজ চলছে।
৬ মাস আগে