অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রবিবার সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগং রোড সড়কের পাঠানটুলী জামে মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অনি রানী রংপুরের কাউনিয়ার ব্রাহ্মণপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবুর বাড়িতে ভাড়া থাকতেন। সিদ্ধিরগঞ্জে নিট কনসার্ন গার্মেন্টে চাকরি করতেন।
আরও পড়ুন: ভূমিধসে পাপুয়া নিউগিনিতে মৃত্যুর সংখ্যা ৬৭০ জন ছাড়িয়েছে
আটক গাড়িচালক ইকবাল (৩৫) নারায়ণগঞ্জের খানপুর এলাকার খোকনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ওই নারীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় গাড়িটি জব্দের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আরও পড়ুন: ভূমিধসে পাপুয়া নিউগিনিতে মৃত্যুর সংখ্যা ৬৭০ জন ছাড়িয়েছে
৬ মাস আগে