কাভার্ভ্যাডন
কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা, পিকআপ চালক নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়ে ফল বোঝাই পিকআপ ভ্যানের চালক মো. মিলন নিহত হয়েছেন।
সোমবার (২৭ মে) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন।
আরও পড়ুন: দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নিহত চালক মো. মিলন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার গরিয়া ডাঙ্গা গ্রামের মৃত আনসার গাজীর ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় চট্টগ্রামগামী ফল বোঝাই পিকআপ ভ্যানটি (চ-মে-ন-১৪-০৮৯৭) সামনের অন্য একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ট্রাক চালকের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: গাইবান্ধায় বাস খাদে পড়ে হেলপার নিহত
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত
৬ মাস আগে