ভাইয়ের মৃত্যু
ভাইয়ের মৃত্যুর খবরে চলে গেলেন ছোট বোনও
চুয়াডাঙ্গা দামুড়হুদা কুড়ুলগাছি ইউনিয়নে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছোট বোন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ধান্যঘরা গ্রামে নিজ বাসায় ঘটনাটি ঘটে।
নিহত বড় ভাই আরজুল্লা (৫০) দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের শাহাবুদ্দিন ভিকুর বড় ছেলে।
আারও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে তিন ভাইয়ের মৃত্যু
আর ছোট বোন নাহার খাতুন (৪৩) একই ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের মিজা কল্লার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাহার খাতুন ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে ছুটে আসেন ভাইয়ের বাড়িতে। ভাইয়ের মৃত্যুতে কান্না কাটির এক পর্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারও মৃত্যু হয়।
কুড়োলগাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন দুই ভাই বোন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আারও পড়ুন: নাফ নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
২ মাস আগে
বীরগঞ্জে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে লিমন (৩) এবং তাহেরুল ইসলাম (৩) দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার(২৭ মে) বিকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মীরাটঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু লিমন ওই গ্রামের শাহিনুর ইসলামের ছেলে এবং এবং তাহিরুল ইসলামএকই গ্রামের দুলাল ইসলামের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
জানা গেছে, সোমবার বিকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে বাড়ির পাশে পুকুরে বসে খেলছিল তারা। খেলার একপর্যায়ে পুকুরে নামলে পুকুরের পানিতে ডুবে যায় দুজনে। পরে প্রতিবেশীরা পুকুরের পানিতে তাদেরকে ভাসতে দেখলে পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন এসে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শিশু দুইটি অকাল মৃত্যুর শিকার হয়েছে।
৫ মাস আগে