ইন্ডাস্ট্রিঅল
পোশাককর্মীদের কল্যাণে বিজিএমইএর সঙ্গে কাজ করতে আগ্রহী ইন্ডাস্ট্রিঅল
বাংলাদেশের পোশাক শিল্পের কর্মীদের কল্যাণে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রিঅলের টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রির ডিরেক্টর ক্রিস্টিনা হাজাগোস-ক্লসেন।
সোমবার (২৭ মে) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এস এম মান্নানের (কচি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের পোশাক শিল্পের বিভিন্ন বিষয়, বিশেষ করে কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিয়ে আলোচনা করেন তারা।
বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক শিল্পের টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বিজিএমইএ।
আরও পড়ুন: যাতায়াতের দুর্ঘটনা অন্তর্ভুক্ত হলো আরএমজি এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমে
এ সময় পোশাককর্মীদের স্বাস্থ্য ও কল্যাণের জন্য বিজিএমইএর চলমান প্রচেষ্টাগুলো তুলে ধরেন তিনি।
বৈঠকে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রম অধিকারসহ আরও বেশকিছু ক্ষেত্রে বাংলাদেশের পোশাক শিল্পের অর্জনকে এগিয়ে নেওয়ার জন্য একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে বিজিএমইএ ও ইন্ডাস্ট্রিঅল।
ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এই বৈঠকে আরও ছিলেন- বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, পরিচালক হারুন আর রশিদ, পরিচালক আশিকুর রহমান (তুহিন) এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটি অন লেবার অ্যান্ড আইএলও অ্যাফেয়ার্সের চেয়ারম্যান আ ন ম সাইফুদ্দিন।
আরও পড়ুন: ন্যায্য-ন্যূনতম মূল্য ও সমন্বিত আচরণবিধি প্রণয়নের আহ্বান বিজিএমই সভাপতির
৬ মাস আগে