দর উপজেলা
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের চর খাজুরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শরিফুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
মঙ্গলবার (২৮ মে) সকালে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত গোলাম নবী লস্করের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কৃষক শরিফুলের বাড়ির বিদ্যুতের তার ছিড়ে যায়। সকালে বাড়িতে কাজ করতে গেলে বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ভেঙে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
৬ মাস আগে