নারায়ণগঞ্জের রূপগঞ্জ
পাখি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাছ থেকে পাখি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাসুম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার(২৭ মে) রাতে এই ঘটনা ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
মাসুম রূপগঞ্জ থানার কালি হাসান নগরের মো. কাইয়ুম মিয়ার ছেলে।
মাসুমের বাবা কাইয়ুম মিয়া বলেন, মাসুম সন্ধ্যার আগে বাড়ির পাশে একটি কবরস্থানের গাছে পাখির বাসা থেকে পাখি ধরতে গিয়ে বিদ্যুতের তারের স্পর্শ লেগে অচেতন হয়ে পরে মাসুম। খবর পেয়ে দ্রুত তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ওই কিশোরের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমাল: বাগেরহাটে গাছচাপায় নারীর মৃত্যু
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
৬ মাস আগে