মো. মহিববুর রহমান
টেকসই উন্নয়ন নিশ্চিতে ডিআরএফ প্রণয়ন করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কৌশল (ডিআরএফ) প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।
সোমবার (৩ জুন) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে ‘জাতীয় দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কৌশল’ শীর্ষক এক কর্মশালায় এ কথা জানান তিনি।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছেন সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ডিআরএফের মাধ্যমে আমরা কেবল দুর্যোগ পরবর্তী কর্মকাণ্ডে সীমাবদ্ধ না থেকে একটি আস্থাশীল সমাজ গঠনে সক্ষম হব।
প্রতিমন্ত্রী আরও বলেন, ডিআরএফ কৌশল দুর্যোগ প্রশমনের বিভিন্ন কর্মসূচিতে অগ্রাধিকার দেবে। এছাড়াও দুর্যোগ পরবর্তী সময়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য একটি শক্তিশালী আর্থিক কাঠামো প্রতিষ্ঠা করবে।
সরকারের পাশাপাশি অন্যান্য অংশীদাররা সক্রিয়ভাবে এর অন্তর্ভুক্ত থাকবে বলে জানান মহিববুর রহমান।
কর্মশালায় ডিআরএফ কৌশলপত্রের নানা দিক নিয়ে পর্যালোচনা করা হয়।
কর্মশালায় আরও ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও এ বিষয়ের বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: সব মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্তের তালিকা ৯ জুন চূড়ান্ত করব: ত্রাণ প্রতিমন্ত্রী
ঘূর্ণিঝড় রিমালে ২০ জেলায় ৬৮৮০ কোটি টাকার ক্ষতি: ত্রাণ প্রতিমন্ত্রী
৫ মাস আগে
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছেন সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বর্তমান সরকার সার্বক্ষণিক পাশে রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রথম দিন থেকেই বিভিন্ন মাধ্যমে উপকূলের মানুষের খোঁজ খবর রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: ডিএনসিসিতে নতুন যুক্ত ১৮টি ওয়ার্ডের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে: মেয়র
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতি কাটাতে এক সপ্তাহের মধ্যে উপকূলের ক্ষয়-ক্ষতির রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
বুধবার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে কপোতাক্ষ কলেজে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবসময় আপনাদের খোঁজ খবর রাখেন। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন উপকূলীয় এলাকার বন্যাদুর্গত মানুষের পাশে যেতে। তাদের দুঃখ-দুর্দশা দেখার জন্য ও তাদের পর্যাপ্ত মানবিক সহায়তা দেওয়ার জন্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কয়রা পাইকগাছার সংসদ সদস্য মো. রশিদুজ্জামান, ভোলা ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক মো. মিজানুর রহমান, খুলনা জেলা পুলিশ সুপার মো. সাইদুর রহামান, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্রী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম প্রমুখ।
আরও পড়ুন: ৫৪টি ওয়ার্ডে মাসব্যাপী জনসচেতনতামূলক প্রচার শুরু: ডিএনসিসি মেয়র
বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকার সবুজায়ন আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাবে: মেয়র তাপস
৫ মাস আগে