নিখোঁজ মাদরাসাছাত্র
খুলনায় রূপসা নদীতে নিখোঁজ মাদরাসাছাত্রের লাশ উদ্ধার
খুলনার রূপসা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মাদরাসাছাত্র মো. শাহ দিশান কবীরের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ১২টার দিকে পূর্ব রূপসা ঘাট এলাকা থেকে তার লাশটি উদ্ধার করে স্থানীয়রা।
এর আগে বৃহস্পতিবার (৩০ মে) দুপুর সোয়া ১টার দিকে পূর্ব রূপসা বাজার ঘাট এলাকার থেকে দূরে গিয়ে গোসলে নামার পর নিখোঁজ হয় দিশান।
আরও পড়ুন: সিলেটে ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন যুবকের লাশ উদ্ধার
নিখোঁজ শাহ দিশান খুলনা মহানগরীর নিউ মার্কেট এলাকার হুমায়ুন কবীরের ছেলে।
স্থানীয়রা জানান, নগরীর আহসান আহমেদ রোডের তাবলীকুল কুরআন একাডেমি মাদরাসার হেফজখানার ৪ বন্ধু মাদরাসা থেকে পালিয়ে রূপসা নদীতে নৌকায় ঘুরতে থাকে। এক পর্যায়ে তারা পূর্ব রূপসা বাজার ঘাট এলাকায় নদীতে নেমে গোসল করতে থাকে। তাদের ২ জন সাঁতার জানলেও বাকি ২ জন সাঁতার না জানায় নদীর গভীরে চলে যায়। এ সময় স্থানীয়রদের সাহায্যে ৩ বন্ধুকে তীরে আনা গেলেও দিশান পানিতে তলিয়ে যায়।
রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: নড়াইলে মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার
৬ মাস আগে