মুজিব চলচ্চিত্র
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ‘মুজিব’ চলচ্চিত্রের প্রদর্শনী
ভারতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীমূলক এই চলচ্চিত্র ‘মুজিব: দ্য মেকিং অব এ নেশন’র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এবং ভারতের পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত এই চলচ্চিত্র শুক্রবার (৩১ মে) নয়াদিল্লিতে স্থানীয় জনপ্রিয় সিনেপ্লেক্স পিভিআর প্রিয়াতে বাংলায় দেখানো হয়।
প্রদর্শনীর শুরুতে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান বাঙালির স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অসামান্য অবদান এবং আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
৬ মাস আগে