আপন দুই বোন
যশোরে ১৯৮০০ ইয়াবা জব্দ, আপন দুই বোন গ্রেপ্তার
যশোর শহরের বকচর এলাকায় থেকে ফরিদা বেগম ও মোছা. ফাতেমা নামে দুই বোনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় দুই বোনের কাছ থেকে ১৯ হাজার ৮০০ ইয়াবা জব্দসহ নগদ ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা ও একটি আইফোনও জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ইয়াবা জব্দ, ২ যুবক গ্রেপ্তার
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫৯ লাখ ৪০ হাজার টাকা।
শুক্রবার (৩১ মে) দিবাগত রাতে শহরের বকচর এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ ইয়াবা জব্দসহ ফরিদা বেগমকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে শনিবার (১ জুন) তারই ছোট বোন ফাতেমার বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা জব্দ করে র্যাব।
আটক ফরিদা বেগম ও তার ছোট বোন মোছা. ফাতেমা বেগম শহরের বকচর (কবরস্থান রোড) এলাকার মো. লুৎফর শেখের মেয়ে।
যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, শহরের বকচর এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ ইয়াবা জব্দসহ ফরিদাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে তারই ছোট বোন ফাতেমার বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা জব্দ করে র্যাব। এসময় নগদ ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা ও একটি আইফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিদের মাদক আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
আরও পড়ুন: শেরপুরে ইয়াবা জব্দ, ইউপি সদস্য গ্রেপ্তার
শরীয়তপুরে অস্ত্র-ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার
৬ মাস আগে