২ পক্ষ
সিলেটে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০
সিলেটের গোয়াইনঘাটে ছাগল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আবদুল মান্নান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৫ নম্বর পূর্ব আলীরগাও ইউনিয়নের খলাগ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: পলাশবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আটক ১
আবদুল মান্নান খলাগ্রামের কুদরত উল্ল্যাহর ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের আরও ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, একটি ছাগলকে কেন্দ্র করে খলাগ্রামের সাহেদ আহমদ ও পার্শ্ববর্তী নয়াখেল গ্রামের আব্দুল আলিমের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে ঘণ্টাখানেক পর সাহেদ ও আব্দুল আলিমের আত্মীয়-স্বজনরা কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ান। এসময় খলাগ্রামের শাহেদের পক্ষের আব্দুল মন্নানসহ ৭ থেকে ৮ জন এবং আব্দুল আলিমের পক্ষের ২ জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন আবদুল মান্নানের মৃত্যু হয়।
পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনার জেরে দুইপক্ষের সংঘর্ষে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২০
চাঁদপুরে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত
৫ মাস আগে
মাগুরায় ২ পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০
মাগুরার মহম্মদপুর উপজেলায় এক গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অন্তত ১০ আহত হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলার ঘুল্লিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
সংঘর্ষ থামাতে এ সময় পুলিশ ৬ রাউন্ড গুলি নিক্ষেপ করে। এ সময় ২০টি বাড়িও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, ‘ঘুল্লিয়া গ্রামে বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান শিকদার ও ইউপি সদস্য জাহাঙ্গীর মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড গুলি নিক্ষেপ করে। এ সময় পুলিশের দুই সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।’
ওসি বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় মহম্মদপুর থানায় মামলা হয়েছে।’
আরও পড়ুন: পলাশবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আটক ১
হবিগঞ্জে সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩
৬ মাস আগে