স্ত্রীর যাবজ্জীবন
বগুড়ায় স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, ৩ জনের মৃত্যুদণ্ড
বগুড়ায় আশিক হত্যা মামলায় স্ত্রী মিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং মিনার প্রেমিকসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে কলেজছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
মঙ্গলবার (০৪ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়া সারিয়াকান্দি উপজেলার কুটিবাড়ী এলাকার ছফু খাঁর ছেলে শিবলু ওরফে ফকির, রামনগর এলাকার সিরাজুল ইসলাম তরফদারের ছেলে শান্ত মিয়া ওরফে সিয়াম এবং আমতলী এলাকার তরিকুল মণ্ডলের ছেলে নাইম মণ্ডল।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি হলেন, আশিকের স্ত্রী মিনা বেগম
সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুর রাজ্জাক খান বলেন, মিনার সঙ্গে শিবলু ফকিরের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এর জেরে মিনা তার প্রেমিক শিবলু ফকিরের সঙ্গে পরামর্শ করে আশিককে হত্যা করে। পরে উপজেলার ছাগলধরা গ্রামে বাঙালি নদীতে তার মুখ ঝলসানো লাশ পাওয়া যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের ভাই আনিস উদ্দিন রাতেই সারিয়াকান্দি থানায় মিনা বেগমসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।
পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত।
আরও পড়ুন: ফরিদপুরে শিশু ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
৬ মাস আগে