সুষ্ঠু আইনি প্রক্রিয়া
ড. ইউনূসের বিরুদ্ধে সুষ্ঠু আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করবে যুক্তরাষ্ট্র
নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (৪ জুন) নিয়মিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, 'আপিল প্রক্রিয়া চলমান থাকায় ড. ইউনূসের জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহ দিয়ে যাব।’
এসব মামলার মাধ্যমে ড. ইউনূসকে 'হয়রানি ও ভয় দেখানো'র জন্য বাংলাদেশের শ্রম আইনের 'অপব্যবহার' হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: অপমানের চূড়ান্ত পর্যায়ে গেলে লোহার খাঁচায় ঢুকতে হয়: ড. ইউনূস
তিনি আরও বলেন, ‘শ্রম ও দুর্নীতিবিরোধী আইনের অপব্যবহার আইনের শাসন সম্পর্কে প্রশ্ন উত্থাপন করতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে বলেও আমরা উদ্বিগ্ন।’
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জড়িত মামলায় বাংলাদেশ সরকার কোনো পক্ষ নয়- সেই অবস্থানটি বজায় রেখেছে এবং বিচার প্রক্রিয়ার স্বাধীনতা ও স্বচ্ছতার উপর জোর দিয়েছে।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘ড. ইউনূসের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাই, বাংলাদেশের বিচার প্রক্রিয়া স্বচ্ছ। এ কারণে ক্ষমতাসীন দলের অনেক সদস্যকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে, এমনকি কারাদণ্ডও হচ্ছে।’
আরও পড়ুন: প্রতারণার ফল ভোগ করছেন ড. ইউনূস: গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা
৫ মাস আগে