তিন শতাধিক পরিবার
নাটোরে কালবৈশাখীর তাণ্ডবে তিন শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত
নাটোরে কালবৈশাখী ঝড়ে সিংড়া উপজেলার তিন শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (৫ জুন) রাতে উপজেলার হাতিয়ান্দহ, কলম, চামাড়ি, ডাহিয়া, শেরকোল ইউনিয়নের বিভিন্ন এলাকার ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।
স্থানীয়রা জানায়, ঝড়ে অসংখ্য ছোট-বড় গাছ উপড়ে ফেলেছে। ঘরবাড়ির ওপর গাছ ও ডালপালা পড়ে ক্ষতি হয়েছে। বিদ্যুতের লাইনের ওপর গাছ ভেঙে পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে ঝড়ের পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউনিয়নের অধিকাংশ এলাকা।
আরও পড়ুন: ১২ মিনিটের ঝড়: শিশুসহ ৩ জনের মৃত্যু, লন্ডভন্ড ২০টি গ্রাম
হাতিয়ান্দহ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুর রহমানি চঞ্চল জানান, ইউনিয়নের আগলাড়ুয়া, চক লাড়ুয়া, সোনাপাড়া, বড় সাঁঐল ও পাট সাঁঐল গ্রাম বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে। এসব গ্রামের তিন শতাধিক পরিবার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্তদের মাঝে প্রাথমিকভাবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বলে জানান তিনি।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা জানান, ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তাদের তালিকা করা হচ্ছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমাল: ১২৭টি হরিণসহ সুন্দরবনে মৃত প্রাণীর সংখ্যা বেড়ে ১৩২
৫ মাস আগে