১ লাখ ৩৭ হাজার কোটি টাকা
বাজেট ঘাটতি মেটাতে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিতে চায় সরকার
ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়ে বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ অর্থায়ন ৮৫ দশমিক ৪ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাজেট ঘাটতি মেটাতে সরকারকে দেশি-বিদেশি উৎস থেকে মোট ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা সংগ্রহ করতে হবে।
আরও পড়ুন: ১৪ বছরে ১৭৬ দেশে ৯৭ লাখ ৭০ হাজার বাংলাদেশি কর্মী গেছেন
এর মধ্যে বৈদেশিক অনুদান ও ঋণ থেকে ৯৫ হাজার ১০০ কোটি টাকা এবং অভ্যন্তরীণভাবে ১ লাখ ৬১ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকে ১৯ হাজার ৮৭৪ কোটি টাকা পরিশোধের পর গত বছরের জুলাই থেকে চলতি বছরের ২২ এপ্রিল পর্যন্ত ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৫৭ কোটি টাকা।
আরও পড়ুন: বরাদ্দ কমছে যোগাযোগ খাতে
২০২৪-২৫ অর্থবছরের বাজেট: তামাকপণ্যের দাম বাড়লেও সামর্থ্যের মধ্যে থাকবে
৬ মাস আগে