২০ প্রকল্প
যুব ও ক্রীড়া উন্নয়নে ২০ প্রকল্পের প্রস্তাব অর্থমন্ত্রীর
সরকার খেলাধুলার মানোন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য স্টেডিয়াম, জিমনেসিয়াম, সুইমিংপুল ও আনুষঙ্গিক অন্যান্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিভিন্ন স্পোর্টস ক্লাবকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মাহমুদ আলী।
তিনি প্রস্তাবিত বাজেটে ২০২৪-২৫ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ২১২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১ হাজার ৩০৩ কোটি টাকা।
আরও পড়ুন: ব্যাগেজ নিয়মে ২৪ ক্যারেটের স্বর্ণ আর অনুমোদিত নয়
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদ ভবনে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী বলেন, 'যুব ও ক্রীড়ার উন্নয়নে আগামী বাজেটে ২০টি প্রকল্প প্রস্তাব করছি।’
২০২৩-২৪ অর্থবছরে ক্রীড়া সুবিধা নির্মাণ ও উন্নয়নের জন্য মোট ১৩টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হলো 'উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ'।
এছাড়া খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নের জন্য প্রতিটি বিভাগে অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ট্যালেন্ট হান্ট প্রকল্প চলমান রয়েছে।
এ লক্ষ্যে ওই প্রতিভাবান ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। সরকার ক্রীড়া সামগ্রী এবং দেশীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজনের জন্য ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থাগুলোকে নিয়মিত ক্রীড়া সামগ্রী এবং আর্থিক সহায়তা দিচ্ছে।
আরও পড়ুন: ব্যাংক ডিপোজিটের ওপর আবগারি শুল্কে পরিবর্তন ও অফশোর ডিপোজিট শুল্কমুক্ত করার প্রস্তাব
কর-জিডিপি অনুপাত বাড়াতে অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর বিকল্প নেই: অর্থমন্ত্রী
৫ মাস আগে