দাখিল না করা
বাজেট ২০২৪-২৫: ট্যাক্স রিটার্ন দাখিল না করলে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে
২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ট্যাক্স নেটওয়ার্ক প্রসার ও রাজস্ব সংগ্রহ বাড়াতে ব্যক্তি আয়কর নীতিতে পরিবর্তন এনেছে সরকার। এ লক্ষ্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ট্যাক্স রিটার্ন দাখিল ও এর পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। ট্যাক্স রিটার্ন দাখিলের কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন: কর-জিডিপি অনুপাত বাড়াতে অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর বিকল্প নেই: অর্থমন্ত্রী
এমনকি হোটেল, মোটেল, রেস্তোরাঁ, কমিউনিটি সেন্টার, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, প্যাথলজি সেন্টার ও কনভেনশন হলের লাইসেন্স পেতে ও নবায়নের জন্যও ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, যা মোট রাজস্ব লক্ষ্যমাত্রায় (৫ লাখ ৪১ হাজার কোটি টাকা) অবদান রাখবে। রাজস্বের বাকিটা আসবে কর-বহির্ভূত খাত থেকে।
বাজেট ঘাটতি মেটাতে সরকার দেশি ও বিদেশি উৎস থেকে প্রায় ২ লাখ ৫৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। এনবিআরের এবারের লক্ষ্যমাত্রা গত অর্থবছরের চেয়ে ৫০ হাজার কোটি টাকা বেশি এবং সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭০ হাজার কোটি টাকা বেশি।
২০২৩-২৪ অর্থবছরের জন্য এনবিআরকে প্রাথমিকভাবে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্বের লক্ষ্য দেয় সরকার। পরে চাপের মুখে তা ৪ লাখ ১০ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। কমানো সত্ত্বেও এই লক্ষ্যমাত্রা পূরণে এখনও হিমশিম খাচ্ছে এনবিআর।
আরও পড়ুন: যুব ও ক্রীড়া উন্নয়নে ২০ প্রকল্পের প্রস্তাব অর্থমন্ত্রীর
ব্যাংক ডিপোজিটের ওপর আবগারি শুল্কে পরিবর্তন ও অফশোর ডিপোজিট শুল্কমুক্ত করার প্রস্তাব
৫ মাস আগে