সম্মানিত অতিথি
মোদির শপথ গ্রহণ: প্রথম ‘সম্মানিত অতিথি’ হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতের অভ্যর্থনা
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দুপুরে দেশটির রাজধানী নয়া দিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়া দিল্লিতে পৌঁছানোর পর প্রথম ‘সম্মানিত অতিথি’ হিসেবে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় ভারত।
শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমাদের অন্যতম মূল্যবান অংশীদারের এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার গভীর বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে।’
আরও পড়ুন: লায়ন্স ক্লাব কনভেনশনে ত্রাণ কাজে যথার্থ উদ্যোগ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনু্ষ্ঠানে বিশ্বনেতাদের অংশগ্রহণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে ভারত। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতি ও ‘সাগর’ রূপকল্প বাস্তবায়নে এটি করা হচ্ছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
লোকসভা নির্বাচন ২০২৪ এর পর রবিবার প্রধানমন্ত্রী মোদি ও তার মন্ত্রিপরিষদের শপথ নেওয়ার কথা।
এ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতের প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের 'বিশিষ্ট অতিথি' হিসেবে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজু, সিশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল 'প্রচণ্ড' এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করেছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি একই সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া ভোজসভায় অংশ নেবেন নেতারা।
সোমবার তিনি দেশের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবেন এবং রাত ৮টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুন: দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে বাংলাদেশের বিজয়
৫ মাস আগে