৪০ প্রতিষ্ঠান
বাকৃবিতে ৪০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরি মেলা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (বাউসিসি) আয়োজিত দুই দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভালের দ্বিতীয় ও শেষ দিনের আয়োজন হিসেবে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
এবারের চাকরি মেলায় ৪০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
শনিবার (৮ জুন) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের জিমনেসিয়ামে ওই মেলা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা: প্রাণিসম্পদ মন্ত্রী
মেলায় ১০টি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা প্রতিটি প্রতিষ্ঠানেই সরাসরি ও অনলাইনে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পেয়েছে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), এসিআই, প্রাণ, স্কয়ার, সি.পি বাংলাদেশ, নাবিল গ্রুপ, প্যারাগন গ্রুপ, ব্র্যাক, ড্যানিশ, আফতাব, নাহার এগ্রো, সিনজেনটা, প্রভিটা গ্রুপ, কাজী ফার্মসসহ আরো অনেক দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান।
বিভিন্ন স্টল ঘুরে জানা যায়, অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠান কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত। কিছু প্রতিষ্ঠানে কৃষি অনুষদের স্নাতকধারী, কিছু প্রতিষ্ঠানে ভেটেরিনারি এবং পশুপালন স্নাতকধারী আবার কিছু প্রতিষ্ঠানে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের স্নাতকধারীরা প্রাধান্য পেয়েছে। কিছু প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার, বিজনেস ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টেনস ম্যানেজমেন্ট পদগুলোতে সবাই জীবন বৃত্তান্ত জমা দেয়ার সুযোগ পেয়েছে।
চাকরি মেলা শেষে বিকাল ৫টায় বাউসিসির পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়।
আরও পড়ুন: নিরাপদ ও টেকসই পোল্ট্রি উৎপাদনে সবধরনের সহায়তা দেবে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
৫ মাস আগে