৪ ভারতীয়
বাংলাদেশে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪ ভারতীয় নাগরিক
বাংলাদেশে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন চার ভারতীয় নাগরিক।
রবিবার দুপুর ২টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
আরও পড়ুন: নাগরিকদের মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র-ইউরোপকে আরও কাজ করতে হবে: হাছান মাহমুদ
ভারতীয় নাগরিকরা হলেন- সামন্তপুর জেলার বসরাঘাট থানার বেগুছড়া এলাকার বর্মাজি নানার ছেলে সুনীল কুমার সানি, পিলিবিট জেলার গেজের আউলা থানার রামনগরিয়া গ্রামের কালু পালের ছেলে রাম পাল, পশ্চিমবঙ্গ জেলা সদরের পালরি গ্রামের বিক্রম পাঞ্জাবির ছেলে রাজকুমার ও বিহার রাজ্যের পূর্ব চ্যাম্পারান জেলার মুসা ঘরোয়া এলাকার জগন্নাথ দাসের ছেলে মাহেন্দ্র দাস।
ইমিগ্রেশন পুলিশ জানায়, ২০২১ সালে অবৈধভাবে মহেষপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তারা বিজিবির হাতে আটক হন। ওই সময় বিজিবি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেষপুর থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত তাদের তিন বছর কারাদণ্ড দেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মজুমদার বলেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে চার ভারতীয় নাগরিক তিন বছর কারাভোগ করেন। এরপর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে রবিবার দুপুরে তাদের নিজ দেশে ফেরত দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
সরকার-নাগরিকের অংশীদারিত্ব তৈরি হলে সমস্যা সমাধান সহজ হবে: তথ্য প্রতিমন্ত্রী
৬ মাস আগে