আলোচিত নারী উদ্যোক্তা
সানভীস বাই তনি শোরুম খুলে দিতে হাইকোর্টের নির্দেশ
আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির প্রতিষ্ঠান ‘সানভীস বাই তনি’র গুলশানের শোরুম খুলে দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১০ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
শোরুমে পাকিস্তানি ড্রেস বিক্রি করা যাবে না বলে আদেশে বলা হয়েছে।
আরও পড়ুন: বারিধারায় পুলিশ হত্যার ঘটনায় ডিএমপির তদন্ত কমিটি গঠন
আদালতে তনির পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খালেকুজ্জামান ও রবিউল আলম বুদু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া।
আদেশের পর রোবাইয়াত ফাতিমা তনি বলেন, আমি আদালতে ন্যায়বিচার পেয়েছি। আমার শোরুম অবৈধভাবে বন্ধ করেছিল। জরিমানা করার পরও শোরুম বন্ধ করে আমার ক্ষতি করা হয়েছে। এজন্য আদালতে এসেছিলাম।
গত ২৭ মে রোবাইয়াত ফাতেমা তনির গুলশানের ‘সানভীস বাই তনি’ শোরুম সিলগালা করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
গত ৬ জুন এই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়। একইসঙ্গে এ বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করা হয়।
আরও পড়ুন: ঢাকা ওয়াসার ডিএমডি ইয়াজদানির বরখাস্তের সিদ্ধান্ত হাইকোর্টে বাতিল
নারায়ণগঞ্জে জেএমবির ২ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
৫ মাস আগে