কনস্টেবল কাওসার
মানসিক সুস্থতার সনদ পাওয়ায় কনস্টেবল কাওসারকে দায়িত্বে পুনর্বহাল করা হয়েছিল: আইজিপি
রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় দায়িত্ব পালনকালে সহকর্মীকে গুলি করে হত্যায় অভিযুক্ত কনস্টেবল কাওসার আলী মানসিকভাবে অসুস্থ থাকলেও সংশ্লিষ্ট চিকিৎসকের দেওয়া সুস্থতার সনদ দেখিয়ে কাজে ফিরেছিলেন।
মঙ্গলবার (১১ জুন) রাজারবাগ পুলিশ লাইনে হাইওয়ে পুলিশের বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আইজিপি বলেন, কাওসারকে ফিট ঘোষণার পর তার দায়িত্বে পুনর্বহাল করা হয়।
আরও পড়ুন: বারিধারায় কনস্টেবল হত্যা: সাত দিনের রিমান্ডে কাওসার
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানে পুলিশের মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন তিনি।
আরও পড়ুন: বারিধারায় গুলিবর্ষণ: পুলিশ কনস্টেবলদের মধ্যে কোনো পূর্বশত্রুতা ছিল না: ডিএমপির অতিরিক্ত কমিশনার
৬ মাস আগে