জাম
জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
মাগুরার শ্রীপুরে গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মছিউল আজম খান নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গবার (১১ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে নিজের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নিহত মছিউল আজম খান খড়িবাড়িয়া গ্রামের মৃত আলী খানের ছেলে এবং তিনি ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মছিউল বাড়ির গাছ থেকে জাম পাড়ার সময় বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমীম আলম বলেন, বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যুর ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা ও ছেলের
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশার চালক নিহত
৬ মাস আগে