এসআরএফবি
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এসআরএফবির সাক্ষাৎ
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি) সদস্যরা।
মঙ্গলবার (১১ জুন) ঢাকার আগারগাঁওয়ে নৌপরিবহন অধিদপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক।
মাকসুদ আলম বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সংবাদ প্রকাশ করলে সাধারণ মানুষ উপকৃত হয় ও সঠিক তথ্য জানতে পারে।
সাংবাদিকদের যেকোনো প্রশ্নের জবাব কিংবা তথ্যের প্রয়োজনে তার দপ্তরের আন্তরিকতা থাকবে বলেও জানান নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক।
এ সৌজন্য সাক্ষাতে এসআরএফবির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক আফরিন জাহান, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য ও অন্যান্য সদস্যরা ছিলেন।
আরও পড়ুন: এসআরএফবির সভাপতি ফারুক খান, সম্পাদক আফরিন জাহান
৬ মাস আগে