৩ যাত্রী
চাঁদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় নারীসহ ৩ সিএনজিযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ গোগরা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
স্থানীয়রা জানান, বালুবাহী ট্রাক ও সিএনজি দ্রুত গতিতে যাচ্ছিল। সিএনজি ট্রাকটিকে অতিক্রম করার সময় সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন পুরুষ যাত্রী মারা যায়। সিএনজিতে বাকি চারজনকে দ্রুত চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়। চাঁদপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ ইউএনবিকে বলেন, তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজিটি অতিক্রম করতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায় এই দুর্ঘটনা ঘটে।
ওসি বলেন, সিএনজি ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ময়মনসিংহে বাসচাপায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সিএনজির ৩ যাত্রী নিহত
ময়মনসিংহে তেলবাহী লরির ধাক্কায় মাহিন্দ্রার ২ যাত্রী নিহত
৫ মাস আগে