বালুবাহী ড্রাম
লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় নৈশপ্রহরী নিহত
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রামট্রাকের ধাক্কায় মো. হাবিব নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুন) বিকালে মাদাম জিরোপয়েন্ট এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহত
হাবিব বাঙ্গাখাঁ ইউনিয়নের বাঙ্গাখাঁ গ্রামের বাসিন্দা ও কুরিয়ার সার্ভিস লক্ষ্মীপুর শাখার নৈশপ্রহরী এবং নুরুল আমিনের ছেলে।
স্থানীয়রা জানান, বাইসাইকেল করে হাবিব কর্মস্থলে যাওয়ার সময় পথে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক তাকে ধাক্কা দেয়।
এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়।
লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, নিহতের লাশ মর্গে রয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার পরপর ড্রামট্রাকটির চালক জাফরকে আটক করেছে স্থানীয়রা।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
যশোরে ট্রাকের ধাক্কায় পথচারীসহ নিহত ২
৬ মাস আগে