গ্রেনেড হামলা মামলা
গ্রেনেড হামলা মামলায় তারেকসহ ১৪ আসামি পলাতক: প্রধানমন্ত্রী
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৫ আসামি পলাতক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, ‘৪৯ জন দোষীর মধ্যে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারেক রহমান ওরফে তারেক জিয়াসহ ১৫ জন দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে পলাতক।’
বুধবার (১২ জুন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের (মহিলা আসন-৩৫) এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: তারেককে ফিরিয়ে এনে আদালতের সাজা কার্যকর করব: প্রধানমন্ত্রী
এদিন বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব রাখেন।
২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নম্বর-১ এর বিচারক রায় দেওয়ায় গ্রেনেড হামলা মামলার বিচারে মোট ৪৯ আসামির সাজা হয় বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘সাজাপ্রাপ্তদের মধ্যে ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।’
শেখ হাসিনা বলেন, বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন, হারিছ চৌধুরী ও রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবুর বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। সাজাপ্রাপ্ত পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলার ঘটনায় দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়।
ওই হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও ২৪ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হয়।
আরও পড়ুন: দুর্নীতি-সন্ত্রাসের প্রতীক তারেক রহমানই বিএনপির দুঃশাসনের মুখ: পররাষ্ট্রমন্ত্রী
৪ মাস আগে