৩০ মন
সীতাকুণ্ডে ৩০ মণ ওজনের ‘কালা চাঁন’
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত ৩০ মণ ওজনের ব্রাহমা জাতের ‘কালা চাঁন’। কপালে চাঁদের মতো একটি দাগ থাকায় এর মালিক লাভলু ষাঁড়টির নাম দিয়েছেন ‘কালা চাঁন’।
উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের টোব্যাকো গেট এলাকায় বিশাল আকৃতির ষাঁড়টি চার বছর ধরে লালন-পালন করেছেন লাভলু। এই ষাঁড়টির দাম ধরা হয়েছে ১২ লাখ টাকা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ১ জন নিহত, ৬টি গরুর মৃত্যু
সীতাকুণ্ড উপজেলায় আলোচনার তুঙ্গে রয়েছে ‘কালা চাঁন’। আর এই বিশাল আকৃতির গরু দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।
‘কালা চাঁনে’র দৈর্ঘ্য প্রায় ১০ ফুট ও উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি বলে জানান ষাঁড়টির মালিক লাভলু।
এ ব্যাপারে গরুর মালিক লাভলু বলেন, পরম মমতায় চার বছর ধরে ষাঁড়টি যত্ন সহকারে লালন-পালন করে আসছি। আমি ষাঁড়টিকে ‘কালা চাঁন’ বলে যা ইঙ্গিত করি তাতে সাড়া দেয়।
আরও পড়ুন: অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা
তিনি আরও বলেন, প্রতিদিন প্রায় ২০ কেজি কাঁচা ঘাস, ছোলা ভুট্টা, ডাবরি, সুজি, ভুষি, খড় ও সবরি কলা খেতে দেওয়া হয়। দিনে দুই থেকে তিনবার গোসল করানো হয় এবং নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শেই চলে ‘কালা চাঁনের’ পরিচর্যা।
৫ মাস আগে