ছাপানো
মুদ্রানীতি কঠোর করা ও মুদ্রা ছাপানো কমানোর আহ্বান বক্তাদের
এমসিসিআই বাজেটোত্তর আলোচনায় মূল্যস্ফীতি মোকাবিলা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ মোকাবিলায় মুদ্রানীতি কঠোর ও বিনিময় হার উদারীকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।
বুধবার(১২ জুন) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই) গুলশান কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর একটি উপস্থাপনায় উচ্চ মূল্যস্ফীতি, ডলারের ঘাটতির কারণে আমদানি হ্রাস এবং রপ্তানি প্রবৃদ্ধির শ্লথগতিসহ সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন।
তিনি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, মূল্য স্থিতিশীলতা অর্জন এবং বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রাখতে একটি কঠোর মুদ্রানীতি অবস্থানের পক্ষে মত দেন এবং বাজারকে সুদের হার নির্ধারণের অনুমতি দেওয়ার কথা বলেন।
আহসান সরকারি ব্যয় বিশেষ করে প্রশাসনিক ব্যয় ও ভর্তুকির ওপর গুরুত্বারোপ করেন, যাতে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের ঋণ সীমিত করা যায়।
তিনি সতর্ক করে বলেন, দুর্বল ব্যাংকগুলোকে রক্ষার জন্য অর্থনীতিকে বলি দেওয়া যাবে না। তিনি বলেন, 'নীতি অবশ্যই বজায় রাখতে হবে, আমরা সরে যেতে পারি না। যেসব বাণিজ্যিক ব্যাংক নিজেদের কারণে তারল্য সংকটে রয়েছে, তাদের অর্থায়ন করা হচ্ছে।’
আরও পড়ুন: আরও দুই পোশাক কারখানা পেল এলইইডি সনদ
মূল্যস্ফীতি বৃদ্ধিতে ভূমিকা রাখা দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া বন্ধ করতে বাংলাদেশ ব্যাংককেও পরামর্শ দেন তিনি।
অপর একটি মূল প্রবন্ধ উপস্থাপনায় অর্থবছর ২০২৪-২০২৫ থেকে নির্বাচিত আয়কর ও ভ্যাটের বিধান নিয়ে আলোচনা করেন এমসিসিআইয়ের ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশন কমিটির সদস্য আদিব এইচ খান।
তিনি কর ও ভ্যাটের জন্য দুটি পৃথক কর্তৃপক্ষ গঠনের আহ্বান জানান এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং বিশেষজ্ঞদের একীভূতকরণ কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য ব্যাংক একীভূতকরণের প্রয়োজনীয়তার উপর জোর দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, পিআরআইয়ের চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার এবং এমসিসিআই সভাপতি কামরান টি রহমান।
আরও পড়ুন: মোবাইল খাতে কর বৃদ্ধি জিডিপির প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে: এমটব
৬ মাস আগে