২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ
সিলেটে ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
সিলেটে ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসময় ২ যুবককে আটকের দাবি করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুন) দুপুরে শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাজশাহী জেলার বেলপুকুরিয়া গ্রামের বাসিন্দা মো. সালাউদ্দিন (২৮) ও একই জেলার বহরমপুর গ্রামের মো. মহাশিন (২৪)।
আরও পড়ুন: সিলেটে ১৪টি ট্রাকবোঝাই ভারতীয় চিনি জব্দ
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, পুলিশের একটি দল সুরমা গেইট বাইপাস এলাকায় একটি ট্রাকের গতিরোধ করে ২০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক চালক ও সহযোগীকে আটক করে।
ওসি জানান, জব্দ করা চিনির আনুমানিক মূল্য ১১ লাখ ৭৬ হাজার টাকা।
আরও পড়ুন: সিলেটে ১৪৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৯
৬ মাস আগে