কাভার্ডভ্যানের চাপা
ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশাচালকসহ নিহত ২
ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ ২ জন নিহত হয়েছেন।
শনিবার (১৫ জুন) ভোর ৪টা ৪৫মিনিটে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা ক্লাব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন- ত্রিশাল উপজেলার বৈলর এলাকার আমির উদ্দিন মন্ডলের ছেলে অটোরিকশাচালক আব্দুল হালিম (৪০), আরেকজন অজ্ঞাতনামা যাত্রী।
আরও পড়ুন: কুমিল্লায় কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পণ্যবাহী কাভার্ডভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাটির উপর উল্টে পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক ও যাত্রী উভয়েই মারা যান।
তিনি আরও বলেন, পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। কাভার্ডভ্যান ও অটোরিকশাটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত ১
৬ মাস আগে