নিখোঁজ ১
রাঙ্গামাটিতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ১
রাঙ্গামাটির লংগদু উপজেলায় ভাসান্যাদম ও আটারকছড়া ইউনিয়নে পৃথক বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
এই বজ্রপাতের ঘটনায় চারজনের লাশ পাওয়া গেলেও নৌকাচালক আক্কাস আলীর নিখোঁজ রয়েছেন।
শনিবার (১৫ জুন) ভাসান্যাদম ও আটারকছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রবাসী যুবকের মৃত্যু
নিহতরা হলেন, রাঙ্গামাটির রিনা বেগম, জিয়াউল হক, ওবায়দুল্লাহ ও বাচ্চু মিয়া। এছাড়া নৌকাচালক আক্কাস আলীর লাশ এখনো পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, লংগদু উপজেলার মিনা বাজারে কাজ শেষে নৌকায় করে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ সময় নৌকাচালক আক্কাস নিখোঁজ হন।
অন্যদিকে একই দিনে মাইনী বাজার থেকে ভাসান্যাদম নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাতে রিনা বেগম নামে এক গৃহবধূ মারা যান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জন নিহত
লংগদু উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু বলেন, নৌকা করে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয় তারা।
তিনি বলেন, বজ্রপাতের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। নৌকাচালকের লাশ উদ্ধারের তৎপরতা চলছে।
চেয়ারম্যান বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন থেকে প্রযোজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, একই দিনে ভাসান্যাদম ও আটারকছড়া ইউনিয়নের পৃথক ঘটনায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন।
এছাড়া থানায় এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আরও পড়ুন: চাঁদপুরে বজ্রপাতে ৬ গবাদিপশুর মৃত্যু
৬ মাস আগে