সৌদি যুবরাজ
লেবানন-গাজায় ইসরাইলের যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান সৌদি যুবরাজের
গাজায় ইসরায়েলের হামলাকে 'গণহত্যা' বলে নিন্দা জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে পশ্চিম তীর ও গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
মুসলিম ও আরব নেতাদের সম্মেলনে লেবানন ও ইরানে ইসরায়েলি হামলার সমালোচনা করেন যুবরাজ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়, রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্কের উন্নতির ইঙ্গিত দিয়ে, তিনি ইরানে আক্রমণ না করতে সতর্ক করেন ইসরায়েলকে।
গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা’ বলে উল্লেখ করে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল এই অঞ্চলে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে।
আরও পড়ুন: ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য হামলার বিরুদ্ধে ইসরাইলকে সতর্কবার্তা রাশিয়ার
প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ বলেন, ‘অবিলম্বে সংঘাত বন্ধ এবং ইসরায়েলের আগ্রাসন শেষ করতে আন্তর্জাতিক সম্প্রদায় মূলত ব্যর্থ হয়েছে।’
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের ফলে গাজায় যুদ্ধ শুরু হয়।এতে প্রায় ১,২০০ মানুষ নিহত এবং ২৫১ জন অপহৃত হন।
এরপর ইসরায়েল হামাসকে ধ্বংস করতে একটি সামরিক অভিযান শুরু করে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ৪৩,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক প্রতিবেদনে দেখা গেছে, গাজায় ছয় মাস ধরে যাচাই করা ভুক্তভোগীদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।
শীর্ষ সম্মেলনে গাজায় জাতিসংঘের কর্মী ও স্থাপনার ওপর ইসরাইলের অব্যাহত হামলারও নিন্দা জানান নেতারা।
এই শীর্ষ বৈঠকের প্রেক্ষাপটে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন বলে মনে করা হচ্ছে।
উপসাগরীয় নেতারা ইসরায়েলের সঙ্গে তার ঘনিষ্ঠতা সম্পর্কে জানে। তবে তার সঙ্গে তাদের ভালো সম্পর্কও রয়েছে এবং তারা চান যে তিনি এই অঞ্চলে যুদ্ধের অবসান ঘটাতে চুক্তি করুন।
সৌদি আরবে ট্রাম্পকে জো বাইডেনের চেয়ে অনেক বেশি ইতিবাচক দৃষ্টিতে দেখা হয়। তবে মধ্যপ্রাচ্যে তার সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি এবং অধিকৃত গোলান মালভূমির সংযুক্তি দিয়ে ইসরাইলকে খুশি ও মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করেন।
আরও পড়ুন: সীমান্ত এলাকায় ইসরাইলি বিমান হামলায় ৫ সিরীয় সেনা নিহত
১ মাস আগে
হাছান মাহমুদের সঙ্গে সৌদি যুবরাজের শুভেচ্ছা বিনিময়
হজ চলাকালে সৌদি আরবের মিনা প্রাসাদে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ।
পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সেখান থেকে ভারতের নয়াদিল্লি যাওয়ার কথা রয়েছে।
আগামী ২১-২২ জুন ভারত সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হবেন।
আরও পড়ুন: জ্যামাইকা ও ডোমিনিকান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক
৬ মাস আগে