বালিচাপায় কৃষক নিহত
শেরপুরে বালিচাপায় কৃষক নিহত
শেরপুরের নকলায় নদীর তীর ধসে বালিচাপায় আব্দুল হালিম নামে এক কৃষক নিহত হয়েছেন।বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে মৃগী নদীর তীর থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত হালিম (৪৫) ওই ইউনিয়নের বাছুরআলগা দড়িপাড়া গ্রামের চান মিয়ার ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান, মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল হালিম মৃগী নদীর পাড়ের নিচ থেকে গর্ত করে বালি সংগ্রহ করার সময় পাড় ধসে আব্দুল হালিমের ওপর পড়ে। বালিচাপা পড়ায় হালিম আর উঠতে পারেননি। সারারাত পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও হালিমের সন্ধান পায়নি। বুধবার সকালে স্থানীয়রা বালিচাপা অবস্থায় হালিমের লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
পরে পুলিশকে বিষয়টি জানানো হলে নকলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে হালিমের লাশটি উদ্ধার করে।
নকলা থানা পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম জানান, মৃগী নদীর পাড় থেকে বালিচাপা অবস্থায় হালিমের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: দিনাজপুরে কোচের ধাক্কায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের চালক নিহত, আহত ৪
৫ মাস আগে