সবসময়
দেশের কল্যাণে সবসময় প্রস্তুত থাকতে হবে: সেনাবাহিনী প্রধান
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি খুবই চ্যালেঞ্জিং। এছাড়া দেশের কল্যাণে সবসময় প্রস্তুত থাকতে হবে।
বুধবার (১৯ জুন) দুপুরে সাভার সেনানিবাসে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাবাহিনী প্রধান একথা বলেন।
আরও পড়ুন: ডিআর কঙ্গোতে এডিএফ বিদ্রোহীদের হামলায় ৩০ জন নিহত: সেনাবাহিনী
সেনাবাহিনী প্রধান আরও বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশের মঙ্গলের জন্য কাজ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক করেছেন।
এর আগে সাভার সেনানিবাসে পৌঁছে সেনাসদস্যদের সঙ্গে মত বিনিময় সভা করেন সেনাপ্রধান।
এছাড়া ডিওএইচএস এলাকায় তিন কোটি টাকা ব্যয়ে একটি নির্মাণ শেষ হওয়া মসজিদ উদ্বোধন করেন ও বৃক্ষ রোপণ করেন।
পরে সেনাবাহিনী প্রধানকে নবম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় ফুলে আচ্ছাদিত একটি খোলা জিপে সেনানিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উপকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন
যশোরে সেনাবাহিনী প্রধানকে বিদায়ী সংবর্ধনা
৬ মাস আগে